মা দিবসে মেয়ে হত্যার বিচার চাইলেন ঝুমুরের মা
ইমাম হোসেন খাঁনঃ কোম্পানীগঞ্জ, নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের চতুর্থ শ্রেণির ছাত্রী নাজমুন নাহার ঝুমুর (১১) কে ধর্ষণের পর হত্যার বিচার দাবি করেছেন তার মা।
অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়ে, নিহতের মা হোসনে আরা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, বিশ্ব মা দিবসে একটাই চাওয়া আমার মেয়ে হত্যাকারীর যেন ফাঁসি হয়। ২০১৯ সালে ৪ মে শনিবার সকাল ৮টায় আম কুঁড়াতে গেলে ধর্ষক বাহার তার নিষ্পাপ শিশু মেয়ে ঝুমুর কে ধর্ষণের পর খুন করে।
ঝুমুর’র মায়ের ভাষ্য হত্যাকারী ধর্ষক বাহার কে ফাঁসি দিলে তিনি উপযুক্ত বিচার পাবেন। এতে বাংলাদেশে শিশু ধর্ষণ ও হত্যা বন্ধ হবে বলে নিহতের মা আশা প্রকাশ করেন। গরিব বলে কি মেয়ে হত্যার সঠিক বিচার পাবেন না এমন প্রশ্নও রাখেন তিনি।
সন্তান হারিয়ে পাগল প্রায় মা, বার বার লুটিয়ে পড়ছেন বিছানায়, তবুও থামছেনা তাঁর বিলাপ। বিলাপ করতে করতে প্রধানমন্ত্রীর কাছে মেয়ে হত্যার বিচার চাইলেন। তাঁর এই বিলাপ দেখে হাজার হাজার স্থানীয় এলাকাবাসী আবেগে আক্রান্ত।
অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়ে, নিহতের মা হোসনে আরা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, বিশ্ব মা দিবসে একটাই চাওয়া আমার মেয়ে হত্যাকারীর যেন ফাঁসি হয়। ২০১৯ সালে ৪ মে শনিবার সকাল ৮টায় আম কুঁড়াতে গেলে ধর্ষক বাহার তার নিষ্পাপ শিশু মেয়ে ঝুমুর কে ধর্ষণের পর খুন করে।
ঝুমুর’র মায়ের ভাষ্য হত্যাকারী ধর্ষক বাহার কে ফাঁসি দিলে তিনি উপযুক্ত বিচার পাবেন। এতে বাংলাদেশে শিশু ধর্ষণ ও হত্যা বন্ধ হবে বলে নিহতের মা আশা প্রকাশ করেন। গরিব বলে কি মেয়ে হত্যার সঠিক বিচার পাবেন না এমন প্রশ্নও রাখেন তিনি।
সন্তান হারিয়ে পাগল প্রায় মা, বার বার লুটিয়ে পড়ছেন বিছানায়, তবুও থামছেনা তাঁর বিলাপ। বিলাপ করতে করতে প্রধানমন্ত্রীর কাছে মেয়ে হত্যার বিচার চাইলেন। তাঁর এই বিলাপ দেখে হাজার হাজার স্থানীয় এলাকাবাসী আবেগে আক্রান্ত।
