হাবিব পুর যুব সমাজ কতৃক আয়োজিত ইফতার বিতরণ ও এক বেলা খাওয়ানো হয়

হাবিব পুর যুব সমাজ কতৃক আয়োজিত ইফতার বিতরণ ও এক বেলা খাওয়ানো হয়

 ইমাম হোসেন খাঁনঃকোম্পানীগঞ্জ নোয়াখালী

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজ পুর ইউনিয়নের
হাবিবপুর যুব সমাজ  কতৃক আয়োজিত ইফতার বিতরণ ও এতিম ছাত্রদের একবেলা খাবার খাওয়ানো হয়।
৩০শে মে ২০১৯
হাবিব পুর হাফেজিয়া নূরানী মাদ্রাসার এতিম ছাত্র  সহ প্রায় ৪০ জন মানুষের জন্য একবেলা ভাতের ব্যাবস্থা করা হয়।  এবং তিনটি মসজিদ ও একটি মাদ্রাসায়  প্রায় ১৪০ জন লোকের ইফতারের ব্যাবস্থা করা হয় ।
আরো উপস্থিত ছিলেন
 সিরাজপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি  ইমতিয়াজ আহমেদ শাকিব ,  ইউনিয়ন ছাত্রলীগ সাঃসম্পাদক রিয়াদ হোসাইন ফোরকান, হাবিবপুর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আকবর হোসেন সম্রাট, ছাত্রলীগ নেতা মিঠু,সানি,তুহিন,শাওন,ওয়ার্ড ছাত্রলীগ নেতা হৃদয় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ধন্যবাদ যুব সমাজের সদস্যদের  যাদের পরিশ্রম  এবং  সহযোগিতার কারনে সুন্দর ভাবে বড় একটি  অায়োজন করেছি
প্রবাদে  অাছে
যদি কোন দেশ জাতি কিংবা  সমাজ কে সুন্দর এবং  সুশৃঙ্খল  ভাবে গড়ে  তুলতে  চাও তাহলে যুবসমাজ কে এগিয়ে  নিয়ে  অাসো।

সার্বিক সহযোগিতায়:আকবর হোসেন সম্রাট

আয়োজনে সম্রাট,   বেলাল, অাকাশ, মাহবুব, তারেক,হ্রদয়,মমিন,সাইফুল,রাকিব,ফয়সাল, রাজু সহ সবাইকে যারা সব ধরনের সহযোগিতা  করেছেন সুন্দর  অায়োজনের জন্য।

Post a Comment

Previous Post Next Post