নারায়নগন্জের বিদায়ী জেলা প্রশাসকের সম্বোধনা অনুষ্ঠান

নারায়নগন্জের বিদায়ী জেলা প্রশাসকের সম্বোধনা অনুষ্ঠান

নারায়নগন্জ জেলার জেলা প্রশাসক রাব্বী মিয়া পদন্নতি এবং বিদায় সংবধর্না ২০ জুন ২০১৯ সকালে রুপগন্জ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রুপগন্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পাট ও বস্এ মন্ত্রী বীর মুওিযুদ্দা গোলাম দস্তগীর গাজী।অনুষ্ঠানে সম্বোধিত অতিথি হিসাবে বওব্য রাখেন জেলা প্রশাসক রাব্বি মিয়া এবং বিশেষ সন্মানিত অতিথি হিসাবে বওব্য রাখেন রুপগন্জের কৃতি সন্তান বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC'র প্রতিষ্ঠাতা ও সেএেটারী জেনারেল বীর মুওিযুদ্দা ড.সাইফুল ইসলাম দিলদার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বওব্য রাখেন রুপগন্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং BHRC রুপগন্জ উপজেলা শাখার সভাপতি শাহজাহান ভুইয়া,তারাব পৌর সভার মেয়র হাসিনা গাজী,BHRC রুপগন্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক অধ্যক্ষ আবদুল আওয়াল মোল্লা, রুপগন্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল অালীম ,দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মাষ্টার প্রমূখ বওব্য রাখেন।অনুষ্ঠানে পাচ শতাধীক অতিথি যথাএমে সরকারী কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক কর্মী এবং মানবাধিকার কর্মীগন যোগদেন।

Post a Comment

Previous Post Next Post