কোম্পানীগঞ্জে আবু ছায়েদ জাহান ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত
ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর হাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবু ছায়েদের স্মৃতি জাগরত রাখার পাশাপাশি এলাকার মানুষদের অন্ন,বস্ত্র,বাসস্থান,শিক্ষা,চিকিৎসা ও সভ্যতায় সজিব করে তোলার লক্ষ্যে তাঁরই সুযোগ্য সন্তান আমেরিকা প্রবাসী এ,এস,এম মাঈন উদ্দিন পিন্টু স্থানীয় সুধী জনদের নিয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন আবু ছায়েদ জাহান ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশন অত্র এলাকার মানুষের মৌলিক অধিকার ও সমাজসেবার ক্ষেত্রে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায়
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবু ছায়েদ জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এস এম মাঈন উদ্দিন পিন্টুর আয়োজনে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার সকাল ১০ টার সময় উপজেলার চর হাজারী ইউনিয়নের আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে
হাজারী হাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃমুহাম্মদ উল্ল্যাহর
সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
চর হাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আবু মাঝির হাট এ সাঈদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি
এ জেড এম মহি উদ্দিন সোহাগ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল্যাহ আল মামুন,সমাজ সেবক মাহফুজ আলম,চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাশার রানা প্রমূখ।
