বসুরহাট কাঁচা বাজার একতা সমবায় সমিতির বাজেট অধিবেশন

বসুরহাট কাঁচা বাজার একতা সমবায় সমিতির বাজেট অধিবেশন





ইমাম হোসেন খাঁন : কোম্পানীগঞ্জ প্রতিনিধি 





নোয়াখালীর কোম্পানীগঞ্জে,বসুরহাট কাঁচা বাজার একতা সমবায় সমিতি লিমিটেডের ২২ তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশন এবং লভ্যাংশবন্টন অনুষ্ঠিত হয়েছে। 





শনিবার সন্ধ্যার পর বসুরহাট নির্ঝর কনভেনশন হলে বসুরহাট কাঁচা বাজার একতা সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি কেফায়েত উল্যাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেন বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট অধিবেশন এবং লভ্যাংশবন্টন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার সোহরাব হোসেন। 


বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন,বসুরহাট পৌরসভার জামায়াত ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন।উপস্থিত ছিলেন বসুরহাট কাঁচা বাজার একতা সমবায় সমিতি লিমিটেডের সচিব মমিনুল হক।




সভায়  সমিতির সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেন বেলাল বিগত বছরের বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী, বাৎসরিক রিপোর্ট, অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন, বিগত অর্থ বৎসরের বার্ষিক অডিট রিপোর্ট এবং ২০২৩-২৪অর্থ বছরের বাজেট পেশ করেন।

উপস্থিত সকল সদস্যদের কণ্ঠ ভোটে অনুমোদন দেয়া হয়।

Post a Comment

Previous Post Next Post