কোম্পানীগঞ্জে বৃক্ষরোপণ করলেন সিনিয়র সহকারী সচিব আবু নাছের
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১১ টার সময় উপজেলায় হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুরুল আফছার পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু নাছের।
এ সময় উপস্থিত ছিলেন অধক্ষ্য বেলায়েত হোসেন, সিরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিন মিকন,হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নাহার,হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি বসুরহাট পৌরসভা শাখার সভাপতি কামাল হোসেন লিংকন,ইউপি মেম্বার আবু নাছের,সমাজসেবক ইকবাল হোসেন, শাওন মাহমুদ প্রমুখ।