কোম্পানীগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ২০১৯ সম্পন্ন

কোম্পানীগঞ্জ  ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ২০১৯ সম্পন্ন

ইমাম হোসেন খাঁন :কোম্পানীগঞ্জ নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুর হাট বাজারের  ব্যবসায়ীদের নিয়ে গঠিত  কোম্পানীগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর  নির্বাচন ২০১৯ সম্পন্ন হয়েছে ।

১৭ আগষ্ট ২০১৯  শনিবার  সমিতির নিজ কায্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ১০ ঘটিকার সময় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ  হয় বিকাল ৪ ঘটিকার সময়।

মোঃনাছির উদ্দিন ১৬২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ।
তার প্রতিদ্বন্ধী নজরুল ইসলাম পেয়েছেন ১২৩ ভোট।
৩নং ওর্য়াড়ের সদস্য মোঃনুর হোসেন রতন ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্ধী মোঃমোস্তফা পেয়েছেন ২৪ ভোট।

৪নং ওর্য়াড়ের সদস্য প্রার্থী নুর আলম খাঁন
 ( কাপ পিরিচ) ২৯ ভোট পেয়ে তয় বারের মতো  নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্ধী লোকমান হোসেন পেয়েছেন ২৭ ভোট ।

উল্লেখিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন

সহ সভাপতি , হেদায়েত উল্যাহ মামুন,
সাধারণ সম্পাদক, মাসুদের রহমান,
১নং ওয়ার্ড় সদস্য,সহিদ উল্যাহ,
২নং ওয়ার্ড় সদস্য,মোঃসেলিম
৫ নং ওয়ার্ড় সদস্য, মোঃআবদুছ ছাত্তার,
৬নং ওয়ার্ড় সদস্য,নুর আলম,

Post a Comment

Previous Post Next Post