কোম্পানীগঞ্জে শেখ রাসেল আন্ত: প্রাথমিক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইমাম হোসেন খাঁন : কোম্পানীগঞ্জ নোয়াখালী
এসো যুক্তির মিছিলে নিজেকে শানিত করি এ স্লোগানকে সামনে রেখে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের উত্তর চর ফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
" বিদ্যালয়ের পরিস্কার পরিছন্নতা নিশ্চিত করনে শিক্ষার্থীদের ভূমিকাই বেশী "
শিরোনামে দুই দল পক্ষে ও বিপক্ষে যুক্তি -র্তক উপস্থাপন করে।
এতে মোট ১১ টি বিদ্যালয় অংশ গ্রহন করে।
তুমুল প্রতিযোগিতার মাধ্যমে বির্তক প্রতিযোগিতায় জয় পায় পক্ষ দল দক্ষিণ পশ্চিম চর ফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পক্ষ দলের দল নেতা মেহেনাজ সুলতানা আনিসা, শেষ্ঠ বির্তার্কিক নির্বাচিত হয়।
বির্তক প্রতিযোগিতার মডারেটস ছিলেন আবদুল্লাহ আল আমিন।
বিচারকেরা হলেন
উম্মে কুলছুম সাথী,
মুহাম্মদ জাফর ইকবাল,
মোঃনুরুল ইসলাম,
বক্সপাপ : বির্তকে অংশ গ্রহন কারী শিক্ষার্থী
সিংক : কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মোতালেব বলেন
বির্তক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা অন্যের প্রতি সহনশীল এবং যুক্তিবাদী হিসেবে গড়ে উঠবে।
বির্তক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন
কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মোতালেব,
প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল ,
সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রনি,
আজকের সময় নিউজের সম্পাদক এম শরীফ ভূঞা ,
দাগনভূঁঞা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী ইফতেখার প্রমুখ।
ইমাম হোসেন খাঁন : কোম্পানীগঞ্জ নোয়াখালী
এসো যুক্তির মিছিলে নিজেকে শানিত করি এ স্লোগানকে সামনে রেখে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের উত্তর চর ফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
" বিদ্যালয়ের পরিস্কার পরিছন্নতা নিশ্চিত করনে শিক্ষার্থীদের ভূমিকাই বেশী "
শিরোনামে দুই দল পক্ষে ও বিপক্ষে যুক্তি -র্তক উপস্থাপন করে।
এতে মোট ১১ টি বিদ্যালয় অংশ গ্রহন করে।
তুমুল প্রতিযোগিতার মাধ্যমে বির্তক প্রতিযোগিতায় জয় পায় পক্ষ দল দক্ষিণ পশ্চিম চর ফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পক্ষ দলের দল নেতা মেহেনাজ সুলতানা আনিসা, শেষ্ঠ বির্তার্কিক নির্বাচিত হয়।
বির্তক প্রতিযোগিতার মডারেটস ছিলেন আবদুল্লাহ আল আমিন।
বিচারকেরা হলেন
উম্মে কুলছুম সাথী,
মুহাম্মদ জাফর ইকবাল,
মোঃনুরুল ইসলাম,
বক্সপাপ : বির্তকে অংশ গ্রহন কারী শিক্ষার্থী
সিংক : কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মোতালেব বলেন
বির্তক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা অন্যের প্রতি সহনশীল এবং যুক্তিবাদী হিসেবে গড়ে উঠবে।
বির্তক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন
কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মোতালেব,
প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল ,
সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রনি,
আজকের সময় নিউজের সম্পাদক এম শরীফ ভূঞা ,
দাগনভূঁঞা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী ইফতেখার প্রমুখ।
