কোম্পানীগঞ্জে পাটের পণ্যের পরির্বতে প্লাস্টিক পণ্য ব্যবহার করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

কোম্পানীগঞ্জে পাটের পণ্যের পরির্বতে প্লাস্টিক পণ্য ব্যবহার করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

ইমাম হোসেন খাঁন : কোম্পানীগঞ্জ নোয়াখালী

পণ্যে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন ২০১০ এর ১৪ ধারা মোতাবেক এ জরিমানা করা হয়।
৪ সেপ্টেম্বর বুধবার  দুপুর ১২টার  দিকে কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা মো.ইয়াছিন’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার চৌধুরীহাট বাজারের মহিউদ্দিন এন্টার প্রাইজ, মোস্তফা ষ্টোর, আরাফাত এন্টারপ্রাইজ, হাজী রাইচ সহ ৪ প্রতিষ্ঠানকে  ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইয়াছিন বলেন, অভিযানে কুদ্দুস এন্ড সন্স সহ দুইটি প্রতিষ্ঠানে পাটজাত মোড়কের শতভাগ ব্যবহার থাকায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। অপরদিকে পণ্যের পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় চারটি প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় বাজারের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিকের মোড়ক ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়ছে।

Post a Comment

Previous Post Next Post