দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের এি-বার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের এি-বার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত

ইমাম হোসেন খাঁন : সকালের আলো

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাষ্টার কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন

ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 
১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকা হইতে  দাগনভূঞার আতার্তুক  সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বর্তমান সভাপতি মাস্টার কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুনকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে।

আর পুনরায় যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মামুনুর রশিদ মিলন ও মোহাম্মদ আলমগীর। এনিয়ে কামাল উদ্দিন তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়।


বিকালে আ’লীগের সম্মেলনে এ ঘোষণা দেন অনুষ্ঠানের উদ্ধোধক জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম। আওয়ামী লীগ সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী ২ আসনের সংসদ সদস্য  নিজাম উদ্দিন হাজারী এমপি।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ উদ্দৌলা, সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন, সহ-সভাপতি ইফতেখারুল ইসলাম,  ফেনী জেলা যুবলীগ সভাপতি ও  দাগনভূঞা উপজেলার বার বার নির্বাচিত চেয়ারম্যান দিদারুল কবির রতন, প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভা আওয়ামী লীগ সভাপতি খায়েজ আহমেদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক খাঁন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দু,
দাগনভূঞা উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, বিভিন্ন মিড়িয়ার সাংবাদিক বৃন্দু বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী বুন্দু

Post a Comment

Previous Post Next Post