সাংবাদিক এম শরীফ ভূঞা'র প্রিয় বাবা বইয়ের মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার : একুশের বই মেলায় প্রকাশিত সাংবাদিক এম শরীফ ভূঞা'র লেখা প্রিয় বাবা বইটি সোমবার সকালে মোড়ক উন্মোচন করেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজজমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পি কে এনামুল করিম, ফেনী প্রেসক্লাব সভাপতি দিলদার হোসেন স্বপন, সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা কবি রেজাউল হক হেলাল, আনন্দ টিভি প্রতিনিধি জাফর উল্যাহ, দৈনিক আমার কাগজ ফেনী প্রতিনিধি মোঃ আলা উদ্দিন, ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের সহপরিচালক রিদওয়ান ইসলাম সজীব প্রমুখ।
