হাত পা বিহীন অসহায় মানুষদের সাহায্য করলেন চট্রগ্রামের পুলিশ সদস্যরা

হাত পা বিহীন অসহায় মানুষদের সাহায্য করলেন চট্রগ্রামের পুলিশ  সদস্যরা





ব্যস্ত নগরীর ফুটপাতে সবার চোখের সামনে পড়ে থাকে কিছু মানুষ। সড়কই তাদের ঘর, ফুটপাত তাদের বিছানা। এসব মানুষ রাস্তায় বসে খান, রাস্তাতেই ঘুমান। অসুস্থ হলে সেখানেই পড়ে থাকেন তারা।

এসব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন চট্টগ্রাম জেলা পুলিশের একদল সদস্য। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের রুটিন কাজের বাইরেও অসহায় মানুষের সেবায় এগিয়ে এসেছেন কিছু মানবিক পুলিশ সদস্য। এরা হচ্ছেন মোঃ আসাদুজ্জামান, মোঃ ইয়াছির রাকিব ও মোঃ শাহাদাত আহমেদ অনি। তারা নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেবদূতের মতোই এগিয়ে আসেন অসহায় মানুষের পাশে। তাদের এই মানবিক কাজগুলো দৃষ্টি কেড়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের।

কথা হয় পুলিশ কনস্টেবল আসাদুজ্জামানের সাথে। তিনি জানান, আমরা বন্ধুরা দেখি চোখ নেই, পা নেই, ফুটপাতে থাকে এমন লোকদের খবর কেউ রাখে না। দেশের এই পরিস্থিতিতে নিজের অবস্থান থেকে ফুটপাতের এবং রাস্তার অসহায় মানুষের দিকে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা পাড়া-মহল্লায় খোঁজ নিয়ে সম্ভাব্য সহায়তা তুলে দেই। দেশের প্রতিটা প্রান্তে যদি এরকম কিছু মানবিক মানুষ থাকে, তাহলে আমি ১০০% নিশ্চিত হয়ে বলতে পারি, আমাদের দেশে কোনো পরিস্থিতিতেই কাউকে অনাহারে থাকতে হবে না। তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে  নিজের সামর্থ্য অনুযায়ী দেশের এই করুণ পরিস্থিতিতে রাস্তার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে অনুরোধ জানান।

Post a Comment

Previous Post Next Post