অসুস্থ জেলা যুবলীগের সাবেক সভাপতি পারভেজের চিকিৎসা স্বরুপ দুই লক্ষ টাকা দিলেন কাদের মির্জা
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মিজা অসুস্থ নোয়াখালী জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি সাঈদ মাহমুদ পারভেজকে চিকিৎসা স্বরূপ নগদ দুই লক্ষ দিয়েছেন।
শনিবার দুপুর ১২ টার সময় নোয়াখালীর পৌর শহরে নোয়াখালী জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি সাঈদ মাহমুদ পারভেজেকে ওনার নিজ বাসায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার পক্ষে চিকিৎসা স্বরূপ নগদ দুই লক্ষ টাকা তুলে দিলেন উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ ও বসুরহাট পৌরসভার বাজার পরিদর্শক করিমুল হক সাথী,
জানা যায়,গত শুক্রবার বাদ জুম্মা সামাজিক যোগাযোগ মাধ্যম (পেসবুকে) দেখতে পান নোয়াখালী জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি সাঈদ মাহমুদ পারভেজের অসুস্থতার কথা সাথে সাথে উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদের মাধ্যমে মোবাইল নাম্বার সংগ্রহ করে
ওনার খোঁজ খবর নেন, ওনাকে সার্বিক সহযোগীতার আশ্বাস করেন এবং ওনাকে চিকিৎসা স্বরূপ নগদ দুই লক্ষ টাকা ওনার বাড়ীতে পৌঁছিয়ে দেয়ার ঘোষণা দেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
