প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমন ঈদে আজম উপলক্ষে ফেনীতে মহাসমাবেশ
ইমাম হোসেন খাঁন:
দয়াময় আল্লাহতাআলার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন “ঈদে আজম” উদ্যাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন ফেনী জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক মিজান ময়দানে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০ ঘটিকা এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। মহাসমাবেশে প্রধান মেহেমান হিসেবে উপস্থিত ছিলেন তফসিরুল কোরআন মাশাহেদুল ঈমানের প্রণেতা ও পবিত্র বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ তাফহিমুল বোখারী শরীফের প্রণেতা, ওস্তাজুল ওলামা, শায়খুল হাদিস, ইমামে আহলে সুন্নাত, ...