দাগনভূঞা প্রেস ক্লাবের সাথে ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীরের মতবিনিময় অনুষ্ঠিত
ইমাম হোসেন খাঁন:দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা প্রেস ক্লাবের সাথে মতবিনিময় করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাতুভূঞা ইউনিয়নের চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী মো: আলমগীর।
মঙ্গলবার সন্ধ্যায় দাগনভূঞার একটি রেষ্টুরেন্টে
দাগনভূঞায় প্রেসক্লাবের সভাপতি মো. ইমাম হাছান কচি সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্যকালে
মো. আলমগীর বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নে
আমি চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে মাতুভূঞা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। মাতুভূঞা ইউনিয়নের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবো। আমি সকল সাংবাদিকদের সর্বাত্মক সহযোগীতা কামনা করছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ ফরিদ উদ্দিন আত্তার,দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন,দাগনভূঞা প্রেসক্লাবের সহ সভাপতি এম এম রহমান সোহেল,
সাধারণ সম্পাদক মো. ইয়াছিন করিম রনি সহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।