চরহাজারী ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত


 চরহাজারী ইউনিয়নে  মা সমাবেশ অনুষ্ঠিত







ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি








নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে,
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ও সংযোগ প্রকল্প,সেভ দ্যা চিলড্রেন,রিকের সার্বিক সহযোগীতায় মা সমাবেশ ২০২২ অনুষ্ঠিত।





রোববার সকাল ১১ টার সময় চরহাজারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে
উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার সামিনা ইয়াছমিন,উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ার হোসেন,
চরহাজারী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার গোলাম হোসেন চৌধুরী রাফেল,সংযোগ প্রকল্পের জেলা সমন্ময়কারী মৃদুল সরকার,সংযোগ প্রকল্পের উপজেলা সমন্ময়কারী লাভলী ইয়াছমিন,চরহাজারী স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের এফপিআই হারাধন মজুমদার,চরহাজারী ও চরপার্বতী ইউনিয়ন সংযোগ প্রকল্পের ইউনিয়ন ফ্যামেলিটেটের রীনাত ফৌজিয়া মেরিন প্রমূখ।





উক্ত সভায় গর্ভবতী,গর্ভকালীন সেবা,প্রাতিষ্ঠানিক ডেলিভারী,প্রসব পরবর্তী সেবার বিষয়ে আলোচনা করা হয়।











Post a Comment

Previous Post Next Post