দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ সমিতি'র সাধারণ সভা অনুষ্ঠিত


 দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ সমিতি'র সাধারণ সভা অনুষ্ঠিত





ইমাম হোসেন খাঁন:দাগনভূঞা প্রতিনিধি









ফেনীর দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ সমিতি'র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।



রবিবার সকাল ১১ টায় দাগনভূঞার একটি চাইনিজ রেষ্টুরেন্টে,সাংবাদিক কল্যাণ সমিতি'র সভাপতি মো.ইয়াসীন সুমনের সভাপতিত্ব ও নিউ নেশন পত্রিকার রিপোর্টার ইয়াছিন করীম রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের  যুগ্ন বার্তা সম্পাদক শহীদুল আলম ইমরান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেশ টিভির ফেনী জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার,বিনোদন তারকার প্রধান  সম্পাদক মিজানুর রহমান হিরো, সমকালের  দাগনভূঞা প্রতিনিধি মো: ইমাম হাছান কচি,আজকের পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি এমাম হোসেন এমাম,
নিউ এইজ পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি আলমগীর ননী,ঢাকা টাইমসের ফেনী প্রতিনিধি এম শরীফ ভূঞা,
মানবকন্ঠের  দাগনভূঞা প্রতিনিধি  এম এম রহমান সোহেল,
আমাদের সময় দাগনভূঞা প্রতিনিধি কাজী ইফতেখারুল আলম,দৈনিক ফেনীর সময় দাগনভূঞা প্রতিনিধি আজহারুল হক,জাগো বুলেটিন ও তালাশ টাইমস দাগনভূঞা প্রতিনিধি মোকাররম হোসেন পিয়াস প্রমুখ।

এসময় অতিথি সহ বক্তারা সাংবাদিকদের কল্যাণে ভবিষ্যতে কিভাবে  কাজ করবেন সেবিষয়ে বিবিধ আলোচনা করেন এবং সাংবাদিক কল্যাণ সমিতি'র কাজকে আরো গতিশীল করার লক্ষ্যে কাজ করার সম্মতি প্রকাশ করেন।

Post a Comment

Previous Post Next Post