কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন
ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,মুক্তিযোদ্ধের বিজয় উৎসব উদযাপন কমিটির আয়োজনে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে
ফিতা কেটে,শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে মহান মুক্তিযুদ্ধের মাস ব্যাপী বিজয় উৎসব ও বিজয় মেলার শুভ উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ নির্বাহী অফিসার মোঃ মেজবা উল আলম ভূঁইয়া।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও করিমুল হক সাথীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস,কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল,আক্তার জাহান বকুল, বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সুলতান আহম্মদ চৌধুরী বাবুল প্রমূখ।
