চরহাজারীতে প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর পক্ষে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক,সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সহযোগীতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০ টার সময় চরহাজারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ বন্ধন সমাজ কল্যাণ সংগঠনের অফিসে শীতবস্ত্র বিতরণ করেন চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,চরহাজারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ও বন্ধন সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি গোলাম হোসেন চৌধুরী রাফেল।
এসময় উপস্থিত ছিলেন বন্ধন সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ হোসেন রুমনসহ চরহাজারী ২নং ওয়ার্ড বাসী।
