কোম্পানীগঞ্জে গ্রাম পুলিশদের ঈদ উপহার দিলেন নুরুল করিম জুয়েল


কোম্পানীগঞ্জে গ্রাম পুলিশদের ঈদ উপহার দিলেন নুরুল করিম জুয়েল


নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর হাজারী ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশদের ঈদ উপহার দিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও কহিনুর হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল করিম জুয়েল।

 বৃহস্পতিবার ২২মে বিকালে চর হাজারী ইউনিয়নে কর্মরত সকল গ্রাম পুলিশদের ঈদুল ফিতর উপলক্ষে ঈদের বিশেষ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও কহিনুর হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল করিম জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন চর হাজারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন মিঠু।

নুরুল করিম জুয়েল বলেন
করোনা পরিস্থিতির প্রথম থেকে আজ পর্যন্ত প্রায় প্রতিদিনই এই গ্রাম পুলিশদের পরিশ্রম দেখেছি।
সকাল থেকে রাত পর্যন্ত লাঠি হাতে জনদুরত্ব সহ নানান কাজে ব্যাস্ত থাকা এ মানুষ গুলোকে মন থেকে ধন্যবাদ।সাথে ঈদ মৌসুমে অনুপ্রেরনা স্বরুপ নগদ অর্থ।

Post a Comment

Previous Post Next Post