নির্বাচিত হলে অতিতের মতো মানুষের পাশে থাকবোঃএনামুল হক হকসাব

নির্বাচিত হলে অতিতের মতো মানুষের পাশে থাকবোঃএনামুল হক হকসাব













আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের পাঠানতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,চরপার্বতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, যুবলীগের সভাপতি ২ নং ওয়ার্ডের ২ বারের সফল মেম্বার পুনরায় মেম্বার পদপ্রার্থী 
এনামুল হক হকসাব বলেন পুনরায় মেম্বার নির্বাচিত হলে অতিতের মতো মানুষের পাশে থেকেই কাজ করবো
বুধবার সকাল ১১ টার সময় উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় মনোনয়ন পত্র জমা দিয়ে এলাকার মানুষের উদ্যােশে এমন কথা বলেন তিনি।





তিনি বলেন গত ২ বার মেম্বার নির্বাচিত হয়ে যে ভাবে সকল পরিস্থিতিততে এলাকার মানুষের পাশে ছিলাম।
ইনশাআল্লাহ পুনরায় নির্বাচিত হলে ও মানুষের পাশে থাকবো, নিজেকে মানুষের কল্যানে বিলিয়ে দিবো।
কোন ধরনের অনিয়ম হতে দিবো না।
এসময় তিনি সকলের কাছে দোয়া ও সহযোগীতা চেয়েছেন।


সকাল ১১ টার সময় এলাকার সম্মানীত ভোটারদের নিয়ে
উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় মনোনয়ন পত্র জমা দেন মেম্বার পদপ্রার্থী এনামুল হক হকসাব।

Post a Comment

Previous Post Next Post