দাগনভূঞায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলীর দাফন সম্পন্ন
ইমাম হোসেন খাঁন:দাগনভূঞায় প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলার ৬ নং দাগনভূঞা সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।
বুধবার বাদ আছর দক্ষিণ করিমপুর গ্রামের ডাঃ শাহ্ আলম বোখারীর বাড়ির দরজায় বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক,সামাজিক নেতৃবৃন্দের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠিত জানাযা শেষে মায়ের কবরের পাশে
দাফন করা হয়।
দাগনভূঞা উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা
নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় ওনার
নিজ বাড়ীতে মূত্যুবরণ করেন।মূত্যুকালে ওনার ২ ছেলে,৩ মেয়ে স্ত্রী ও অনেক আত্নীয় স্বজন রেখে গেছেন।