নূর এ মাওলা রাজু'র স্মৃতি চারণে শোকসভা অনুষ্ঠিত

 নূর এ মাওলা রাজু'র স্মৃতি চারণে শোকসভা অনুষ্ঠিত











নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবী সংগঠন "উই ফর ইউ"র প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি, মেধাবী ছাত্রনেতা নূর এ মাওলা রাজু'র (৩০) স্মৃতি চারণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার  বিকেল ৪ টায় উই ফর ইউ'র সাধারণ সম্পাদক ইব্রাহীম সায়েমের সঞ্চালনায় ও সহ-সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের প্রধান কার্যালয়ে দোয়া পরিচালনা করেন মার্কাযুত্তাকওয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ আফসার উদ্দীন।

স্মৃতি চারণ ও শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধীকার কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি বেলায়েত হোসেন বেলাল। তিনি বলেন নূর-এ মাওলা রাজু ছিলেন একজন ক্লিন ইমেজের ছাত্রনেতা। পাশাপাশি তার সবচাইতে বড় পরিচয় ছিল সে একজন স্বেচ্ছাসেবী মানবিক নেতা। তিনি আরো বলেন রাজুর রক্তে মাংসে গড়া এই সংগঠনের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে রাজুর হাজারো রেখে যাওয়া স্মৃতি। সংগঠনের পরবর্তী দায়িত্বশীলদের এই স্মৃতিগুলোকে যত্নের সহিত আগলে রাখার বিনীত অনুরোধ জানান মানবাধিকার নেতা বেলায়েত হোসেন বেলাল।

এসময় সংগঠনের সহ-সভাপতি ও রাজুর হাসপাতালে সার্বিক তত্ত্বাবধানে থাকা হিমেল আহমেদ বলেন, রাজুকে হাসপাতালে নেয়া থেকে বাড়িতে আনা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আমার হাতেই ছিল‌। হাসপাতলে কারণে-অকারণে আমি তাকে অনেক বকাঝকা করতাম। আমি এত কাছে থেকেও তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারেনি। জানিনা সে আমাকে ক্ষমা করবে কিনা, তাঁর হয়ে সকলের কা‍ছে ক্ষমা ও দোয়া চেয়েছেন রাজুর সবচেয়ে কাছের বন্ধু হিমেল আহমেদ। সংগঠনের সহ সভাপতি সাইফুল ইসলাম বলেন, এই সংগঠন নিয়ে রাজুর অনেক স্বপ্ন ছিল। অসহায় হতদরিদ্র পথ শিশুদের জন্য রাজু একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। রাজুর রেখে যাওয়া স্বপ্ন গুলোকে বাস্তবায়ন করাই হবে আমাদের সবচাইতে বড় দায়িত্ব। এসময় আগামীকাল শুক্রবার কোম্পানীগঞ্জের সকল মসজিদে জুমার নামাজ শেষে রাজুর জন্য দোয়ার আয়োজন করতে মসজিদ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানান সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম।

এ সময় স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ। যুগ্ন সাধারন সম্পাদক তাজুল ইসলাম রিপন। যুগ্ম সাধারণ সম্পাদক নোমান শিবলু। সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান। ঢাকা ইউনিট সভাপতি জাকির হোসেন। স্বেচ্ছাসেবী সংগঠন পূর্বাশার আলো'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। আব্দুল্লাহ আল মামুন। আবদুল্লাহ নূর সোহান। রাশেদুল ইসলাম রিঙ্কু। নূর নবী রাকিব। ফখরুল ইসলাম রাজু। নূর নবী তুষার। আনোয়ার হোসেন পুটন। সাইফুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, নুর-এ মাওলা রাজু কিডনি ড্যামেজ জনিত সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১২৯ দিন চিকিৎসা শেষে শনিবার বিকাল সাড়ে ৪টায় ডায়ালাইসিস চলমান সময়ে ব্রেইন স্ট্রোক হয়ে মৃত্যুবরণ করেন। পরে রবিবার বেলা ১১টায় মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবর‌‍স্থানে দাফন করা হয়।

Post a Comment

Previous Post Next Post