উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমাকে আবারো নির্বাচিত করবেনঃ কামরুল





ইমাম হোসেন খাঁনঃকোম্পানীগঞ্জ প্রতিনিধি



আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং চরপার্বতী ইউনিয়নে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি আবারো নির্বাচন করতেছি।দলীয় প্রতীক না থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আপনারা সকলে আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন।রোববার বিকেল ৪ টার সময়  কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী  ইউনিয়নস্থ নোয়া পাড়া এলাকার ভোটারদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন চরপারবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ২ বারের সফল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল।এসময় মোজাম্মেল হোসেন কামরুল বলেন, আমি অত্র ইউনিয়ন পরিষদের দায়িত্বগ্রহণের পর থেকে আপনাদের পরামর্শ এবং তথ্য নিয়ে এলাকায় ইভটিজিং, মাদকের বিরুদ্ধে কাজ করেছি। এ গ্রামে একসময় মাদক কারবারিদের আনাগোনা ছিল, আপনাদের সহযোগিতায় বর্তমানে তা মাদকমুক্ত করা হয়েছে। গতকয়েক বছরে ইউনিয়নের যেসকল এলাকায় উন্নয়ন হয়নি, আমি সেসব এলাকা নিয়ে কাজ করেছি। তাই আগামী ৭ ফেব্রুয়ারী আমার ইউনিয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে পুনরায়  চেয়ারম্যান নির্বাচিত করার আহবান করছি।

তিনি আরও বলেন, আপনাদের দৃষ্টিতে যদি আমি যোগ্য প্রার্থী হয়ে থাকি; তাহলে আপনারা আমি ব্যক্তি কামরুল কে ভোট দিবেন। আর যদি যোগ্য মনে না করেন, তাহলে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সবাই নির্ভয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন।

Post a Comment

Previous Post Next Post