কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে কাদের মির্জার ইফতার
ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে,বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার আয়োজনে,বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় বসুরহাট পৌরসভা মিলনায়তনে মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক,সংস্কৃতি ব্যক্তিত্ব শহীদ উদ্দিন বাবুল,বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিজাম,বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য মো: আবদুল হালিম প্রমূখ।
