মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার জাহাঙ্গীর
ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসীদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও ঈদ মোবারক
জানিয়েছেন মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মো: আলী আজগর জাহাঙ্গীর।
মো: আলী আজগর জাহাঙ্গীর বলেন এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে আরেও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
তিনি আরও বলেন,আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।
