এনামুল হক পুনরায় হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য নির্বাচিত


 এনামুল হক পুনরায় হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য নির্বাচিত







ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি




নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে
সাধারণ অভিভাবক সদস্য (উচ্চ মাধ্যমিক) পদে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হয়েছেন চরপার্বতী ইউনিয়নে ২ নং ওয়ার্ডের ৩ বারের মেম্বার,চরপার্বতী ইউনিয়ন যুবলীগের সভাপতি, পাঠানতলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের ১ বার বিদ্যাউৎসাহী  সদস্য,২ বার অভিভাবক সদস্য,রহিমিয়া এতিম খানার সাধারণ সম্পাদক,হাজারীহাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক,চৌধুরীহাট ডিগ্রী কলেজ গভনিং বডির বিদ্যাউৎসাহী সদস্য,আবুল কালাম ক্লিনিকের সভাপতি,বসুরহাট সাব রেজিষ্টি অফিস বঙ্গবন্ধু কল্যাণ সমিতির উপদেষ্টা এনামুল হক (হকসাব)।





সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
ব্যাপক উৎসবমুখর পরিবেশে অভিভাবকদের স্বতস্পূর্ত অংশগ্রহণে বিরতিহীন ভোট গ্রহন শেষে বিকেল সাড়ে ৫ টার দিকে ফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ কামাল পারভেজ।



নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য প্রতিনিধি পদে হাই স্কুল ও কলেজ শাখা আলাদা ক্যাটাগরিতে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।অনুষ্ঠেয় ভোটে সাধারণ অভিভাবক সদস্য (উচ্চ মাধ্যমিক) পদে এনামুল হক ১০৬ ভোট পেয়ে প্রথম নির্বাচিত হয়েছেন এবং মোহাম্মদ ফারুক ও নুর নবী উভয়ে ৬৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। পরে লটারিতে মোহাম্মদ ফারুক জয় লাভ করেন। 

Post a Comment

Previous Post Next Post