সিলেটে বন্যার্তদের পাশে সেচ্ছাসেবক লীগ নেতা রাজু খান
ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের বিভিন্ন উপজেলায় ৫০ লাখেরও বেশি মানুষ পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্বিসহ জীবন করছেন ওই অঞ্চলের মানুষ। বানভাসি এই মানুষদের নিজেদের সামর্থ্যের মধ্য থেকে পাশে দাঁড়ালেন নোয়াখালীর বসুরহাট পৌরসভা সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও মানবাধিকার নেতা রাজু খান ও সমাজ সেবক আকাশ মোল্লা।
মঙ্গলবার সকালে সিলেটের বানভাসি মানুষদের জন্য নগদ অর্থ ও খারার সামগ্রী পাঠালেন বসুরহাট পৌরসভা সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও মানবাধিকার নেতা রাজু খান ও সমাজ সেবক আকাশ মোল্লা।
বসুরহাট পৌরসভা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজু খান বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষদের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠিয়েছি
বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আহ্বান- আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ান।
