কোম্পানীগঞ্জ মহিলা আ'লীগের সভাপতি পারভীন,সম্পাদক নাজমা শিপা
ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ত্রি বার্ষিকী সম্মেেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি
শামীমা আক্তার জলি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমা বেগম শিপা'র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে
প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,নোয়াখালী জেলা মহিলা আওয়ামীগ সভাপতি নিলুফা মোমিন, সাধারণ সম্পাদক রেনু চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা নারী নেত্রী পারভীন আক্তার, আক্তার জাহান বকুল,ফরিদা ইয়াছমিন মুক্তা,মাকসুদা আক্তার হ্যাপীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহিলা আওয়ামী লীগ উপজেলা শাখার সভাপতি পারভীন আক্তার আক্তার,
সাধারণ সম্পাদক নাজমা বেগম শিপা, বসুরহাট পৌরসভা শাখার সভাপতি ফরিদা ইয়াছমিন মুক্তা,সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার হ্যাপীর নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে পরবর্তীতে ঘোষণা করা হবে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এবারের সম্মেলনে মহিলাদের উপস্থিতি অতিতের সম্মেলনের চেয়ে ছিল দৃশ্যমান। নেতৃবৃন্দ সম্মেলনে মহিলাদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
