কোম্পানীগঞ্জে মানব কল্যাণ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নে কোম্পানীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এবং কোম্পানীগঞ্জ মানব কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদ খোকন, প্রধান উপদেষ্টা আলী হোসেন স্বপন, উপদেষ্টা জনাব আবদুর রব সায়েম যুগ্মমহাসচিব নুরুল হুদা টিপু, অন্যতম উপদেষ্টা ফখরুদ্দীন সোহাগের সার্বিক সহযোগীতায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ২ টার সময় চরহাজারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে কোম্পানীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের মহাসচিব শাহাদাত হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাইতুল মামুর জামে মসজিদ ও সমাজের সভাপতি হাজী মাহবুবুল হক সর্দ্দার।
বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ও সমাজ কমিটির সদস্য মোঃ হানিফ শিবলু।উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ সালা উদ্দিন,মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল কাশেম, মানবকল্যাণ ফাউন্ডেশনের সদস্য নজরুল, শাকিল, বাপ্পি, পিয়াস , সহেল প্রমূখ।
ইফতার সামগ্রী বিতরণ কালে বক্তারা বলেন কোম্পানীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন এখানে যে কেউ এই সংগঠনের সদস্য হতে পারবেন ।
তবে যাদের মধ্যে থাকবেনা আত্ম অহংকার দুর্নীতি মনোভাব, মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারবে এরকম যে কোন লোক আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য হতে পারবেন। ২০০০ সাল থেকে এই সংগঠন মানবের সেবায় কাজ করে এগিয়ে যাচ্ছে।আমরা সকলের সহযোগিতায় সমাজের অবহেলিত মানুষগুলোর পাশে দাঁড়াতে একান্ত ভাবে কাজ করে যাচ্ছি।ভবিষ্যতে আরো মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে তারা সামনে এগিয়ে যাবে আমরা সমাজের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
