আমেরিকান লায়ন্স ক্লাবের নবনির্বাচিত ডাইরেক্টর মাঈন উদ্দিন পিন্টু


আমেরিকান লায়ন্স ক্লাবের নবনির্বাচিত  ডাইরেক্টর মাঈন উদ্দিন পিন্টু 



ইমাম হোসেন খাঁন : কোম্পানীগঞ্জ প্রতিনিধি 



নিউইয়র্ক বাংলাদেশীদের  সামাজিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবের ডাইরেক্টর পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের কৃর্তি সন্তান এ এস এম মাঈন উদ্দিন পিন্টু। 





মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আমেরিকার জেকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রকি আলিয়ান।




মাসিক এ সভায় বিভিন্ন আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর টেরি পালাডিয়া, ফার্টস ডিস্ট্রিক্ট ভাইস গভর্নর আসেফ বারী টুটুল, রি—জোন চেয়ার ও ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, জোন চেয়ার মোহাম্মদ সাইদ, ভাইস প্রেসিডেন্ট আমেনা নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট মুনমুন হাসিনা বারি, এস আলম, এফ এম ডি রকি,এম এন হায়দার মুকুট, শাহ শহিদুল হক, হাসান জিলানী ও আহমেদ সোহেল। হাউজে অধিকাংশ সমর্থনের মধ্য দিয়ে সাবেক কোষাধ্যক্ষ এফইএমডি রকির স্থলে নতুন কোষাধ্যক্ষ মাসুদ রানা তপন এবং মাসুদ রানা তপনের স্থলাভিষিক্ত হয়ে নতুন ডিরক্টর হন এএসএম মাঈন উদ্দিন পিন্টু। এসময় নতুন কোষাধ্যক্ষ ও ডিরেক্টরকে ডিস্ট্রিক্ট গভর্নর ট্যারি পালাডি শপথ বাক্য পাঠ করান।

Post a Comment

Previous Post Next Post