কোম্পানীগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ইমাম হোসেন খাঁন : কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং চরপার্বতী ইউনিয়নের আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুবন্ধু মজুমদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শহীদ উল্যাহ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) প্রশান্ত চক্রবর্তী।
বিশেষ অতিথি ছিলেন আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের পিটিএ ও বসুরহাট পৌরসভার সহকারী ভূমি কর্মকর্তা মো: সাইফুল ইসলাম হারুন,চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারী,নোয়াখালী আদালতের সিনিয়র আইনজীবী এনামুল হক খোকন,আমেরিকান প্রবাসী শাহনেওয়াজ রহিম খাঁন,চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল্লাহ আল মামুন সুমন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মু: ওমর ফারুক,
চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো: কাউছার আলাম বায়তুল,চরপার্বতী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবু নাছের,
চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাসুম,আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: ছানা উল্যাহ,
মঞ্জুরুল আহছান খাঁন,মসফিকুর রহমান,শাফায়েত উল্যাহ,স্বপ্না সরকার,তাপসী মজুমদার,নাজমুন নাহার,বিবি কুলছুম,খুকুমনি মজুমদার,প্রমূক।
