দাগনভূঞায় উত্তর আলীপুর ফুটবল টুনার্মেন্টের পুরস্কার বিতরণ
ইমাম হোসেন খাঁন : দাগনভূঞা(ফেনী) প্রতিনিধি
উত্তর আলীপুর যুব সমাজের আয়োজনে ও সাবেক ছাত্র নেতা মতিউর রহমান চৌধুরী পলাশের সার্বিক সহযোগিতায় ফুটবল টুনার্মেন্টের পুরস্কার বিতরণ সোমবার বিকালে উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক সবুজের সভাপতিত্বে ও মো: ইমাম উদ্দিন রাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল আলম, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক হারিছ আহাম্মদ পেয়ার, বিএনপি নেতা সামছুল হক পটু, মোতাহের হোসেন মামুন, রবিউল হোসেন হৃদয় প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- আলী এরশাদ, আবুল কালাম, হক সাহাব, জসিম উদ্দিন, সাকের হোসেন পাটোয়ারী, আদর, আরমান, সিপাত, নূরুল আফছার সহেল, আশরাফুল ইসলাম রকি, রবিউল হোসেন হৃদয়, আশরাফুল আলম সুজন, আহমেদ রাইফুল।
শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়াও মতিউর রহমান চৌধুরী পলাশের পক্ষ থেকে অংশগ্রহণকৃত সকল দলের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
