ফুলগাজীতে ছেলের লাঠির আঘাতে মা আহত, ভাংচুর

ফুলগাজীতে ছেলের লাঠির আঘাতে মা আহত, ভাংচুর

সংবাদদাতা : ফেনী জেলার ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা শেমলা খাতুনকে লাঠি দিয়ে পিটিয়ে তার ছেলে আহত করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মা শেমলা বেগম বাদি হয়ে ফুলগাজী থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,   ফুলগাজী দক্ষিণ শ্রীপুর পাটোয়ারী বাড়ির মৃত হাফিজুর রহমানের পুত্র ইয়াছিন আলম (৬০) তার স্ত্রী গোলশানা বেগম (৪০) ও আনিছুর রহমান রাশেদ (২৬) বৃদ্ধা শেমলা খাতুনের উপর হামলা করে। লাঠি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। বসত ভিটার ঘর দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে আসবাবপত্র ভাংচুর করে পুত্র ইয়াছিন আলম তার মা কে প্রাণ নাশের  হুমকী দেয়।
 বৃদ্ধার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর পূর্বেও বিভিন্ন সময় আরো তিনবার হামলা করা হয়েছে বলে আহত শেমলা খাতুন জানান। তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, এটি একটি জঘন্য ঘটনা। অভিযুক্তদের কোনভাবে ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে ফুলগাজী অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে।

Post a Comment

Previous Post Next Post