করমূল্যাপুর আমিনুল উলুম কাদেরিয়া আহমদিয়া মাদ্রাসায় ওয়াশ ব্লক না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান

করমূল্যাপুর আমিনুল উলুম কাদেরিয়া আহমদিয়া মাদ্রাসায় ওয়াশ ব্লক না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান

দাগনভূঞা প্রতিনিধি : ফেনী
 ফেনীর দাগনভূঞা উপজেলার করমূল্যাপুর আমিনুল উলুম কাদেরিয়া আহমদিয়া মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে হাজার হাজার পরিবার আজ আলোকিত। বর্তমানে শতাধিকের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত।
এলাকার হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজও টিকে আছে। নাম মাত্র বেতন ১০ জন শিক্ষক-শিক্ষিকা পাঠদান দিচ্ছেন। মনোরম পরিবেশে বেড়ে উঠছে ৭নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। বিভিন্ন সময় প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা প্রতিষ্ঠানটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
প্রতিবছর ভালো ফলাফল করলেও নেই শৌচাগারের ভালো ব্যবস্থা। অস্বাস্থ্যকর পরিবেশে জরুরী প্রয়োজন মেটাতে হয়। বেশিরভাগ শিক্ষার্থী গরীব হওয়ায় ড্রেস ও খাতা কলম ছাড়া পাঠদান দিতে হয়। সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারী মাওলানা মুহাম্মদ আবদুল মালেক।
আপনার একটু সহযোগিতায় কোরআনের আলো যুগযুগ ধরে ছড়াবে এ মাদ্রাসাটি, এমন প্রত্যাশা এলাকাবাসীর।

Post a Comment

Previous Post Next Post