কোম্পানীগঞ্জে জাতীয় পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল
ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ,কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট জাতীয় পাটির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আছর বসুরহাট পৌরসভা মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও নোয়াখালী-৫ আসনের সমন্বয়ক তরুণ আইনজীবী ব্যারিষ্টার খাজা তানভীর আহমেদ রুবেল'র সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক মাহবুব জামিল মাসুমের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি,এম কাদের'র উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক এম,পি মোহাম্মদ উল্যাহ,নোয়াখালী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নজরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এলাহী সোহাগ মিঞা,নোয়াখালী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাকীম মোহাম্মদ শহীদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি মাহমুদুর রহমান ও বিশেষ অতিথি মোহাম্মদ উল্যাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিষ্টার খাজা তানভীর আহমেদ রুবেলকে নোয়াখালী-৫ আসনের এম,পি প্রার্থী ঘোষণা করেন।
