কোম্পানীগঞ্জে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত
ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা কৃষি অধিদপ্তরের হলরুমে ,উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিআইজি কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক মো: শহিদুল হক।বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর প্রশিক্ষণ অফিসার মো: শহিদুল ইসলাম,কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, প্রাণী সম্পদ কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী,কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: সাইদী করিম।
সিআইজি কংগ্রেসের উদ্দেশ্য।
পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উপজেলা
সিআইজি সমূহের তথা আমীণ আর্থসামাজিক উন্নয়ন,
অর্জিত সাফল্য এবং প্রত্যাশিত উন্নয়নে গৃহিত কর্মকৌশল মূল্যায়ন,সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় উদ্বাবন,যথার্থ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সহায়তা,প্রকল্প মেয়াদ শেষে সিআইজি কার্যক্রম অব্যাহত রাখার কৌশলপত্র প্রণয়ন, উপস্থাপন ও অনুমোদন,গ্রামীণ উদ্যোক্তা উন্নয়নে সুপারিশ প্রদান।
