চরহাজারীতে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি
২০২২-২০২৩ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা ৩ নং চরহাজারী ইউনিয়নে ১০(দশ) কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০ টার সময় ৩ নং চরহাজারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণেরর উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন, ৩ নং চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ,প্যানেল চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম শিপন,জাফর উল্যাহ বাহার,মেম্বার ওমর ইবনে জুয়েল,মো: হানিফ বেচু,,নুর করিম খোকনসহ ইউনিয়ন পরিষদের সকল মেম্বার বৃন্দ।
