দাগনভূঞা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন
দাগনভূঞা প্রতিনিধি :
আলোকিত সমাজ গঠনের প্রত্যয় এ স্রোগান কে সামনে রেখে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন দাগনভূঞা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা সোমবার সকালে ভাষা শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান।
সোসাইটির সভাপতি ব্যাংকার নবীউলহক খানসাবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাফিউল ইসলাম, মাতুভূঁঞা ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম হাজারী।
সাধারণ সম্পাদক কাজী ইফতেখারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাতুভূঁঞা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, ভাষা শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান, হীরাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আখতার, দক্ষিন নেয়াজপুর মকবুল আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিবি আয়েশা, আতাতুর্ক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অসীম কুমার নাথ, সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এম শরীফ ভূঁঞা, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, ফজলুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক এম এম রহমান সোহেল, এফটিভি দর্শক ফোরামের সদস্য মিয়া রফিক, উত্তরণ ব্লাড ডোনারস ক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হক হাছান, সদস্য ওসমান গনী পলাশ প্রমুখ।
