নোয়াখালীর কোম্পানীগঞ্জে আসছেন চরমোনাই পীর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আসছেন চরমোনাই পীর


ইমাম হোসেন খাঁন :কোম্পানীগঞ্জ নোয়াখালী
বাংলাদেশ মুজাহিদ কমিটি নোয়াখালী (দক্ষিণ) জেলার উদ্যোগে ঐতিহাসিক চরমোনাই মাহফিলের নমুনায় কোম্পানীগঞ্জ উপজেলায় আগামী ৭, ৮ ও ৯ ডিসেম্বর ৩ দিন ব্যাপি মাহফিল সরকারি মুজিব কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইতি মধ্যে মাহফিলের সকল কার্যক্রম প্রায় শেষ হয়ে এসেছে এবং মাহফিল সফল করার লক্ষে ৩ শত নিজস্য সেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মাহফিল কমিটির সেক্রেটারী হাফেজ মোঃ আশ্রাফ,
তিনি আরো জানান সকল প্রকার প্রশাসনিক নিয়ম এবং অনুমোদনের  কাজ শেষ করেই আমাদের মাহফিলের আয়োজন হয়েছে।

 উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতী সৈয়দ মুহা. রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
বিশেষ অতিথি হিসেবে উস্থিত থাকবেন নায়েবে আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

বিশেষ মেহমান হিসেবে আরো উপস্থিত থাকবেন চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পীর সাহেব চরমোনাই (রহ.) এর সাহেবজাদা মুফতী সৈয়দ ইসহাক মুহা. আবুল খায়ের।

এছাড়াও আরো উপস্থিত থাকবেন পীর সাহেব চরমোনাই (রহ.) এর খলিফা অধ্যক্ষ হাফেজ মাওঃ ইউনুছ আহমদ, আলহাজ্ব মাওঃ আব্দুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশন এর ডেপুটি ডিরেক্টর শায়েখ ড. মোস্তাক আহমদ, যাত্রাবাড়ী ইসলামী একাডেমী বাংলাদেশ এর পরিচালক মাওঃ মুফতি হেদায়েত উল্যাহ আযাদী, বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্রগ্রাম বিভাগিয় সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, পীর সাহেব বরগুনা (রহ.) এর সাহেবজাদা ও খলিফা মাওঃ মাহমুদুল হোসাইন ওয়ালি উল্লাহ, চটকি বাড়ী নূরানী তালিমুল কোরআন বোর্ড এর সেক্রাটারী মাওঃ আশরাফ আলী দিদার, নোয়াখালী কালিকাপুর এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওঃ নজির আহমদ, নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওঃ মোঃ জাফর উল্যাহ, জামেয়া ওসমানিয়া চাটখিল মাদরাসার শিক্ষা সচিব মাওঃ মুফতি মুহাম্মদ আছেম সহ দেশবরেণ্য আলেমবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post