কোম্পানীগঞ্জে তিনদিন ব্যাপি মাহফিলের দ্বীতিয় দিনে শায়েখে চরমোনাই

কোম্পানীগঞ্জে তিনদিন ব্যাপি মাহফিলের দ্বীতিয় দিনে শায়েখে চরমোনাই



 ইমাম হোসেন খানঁ:কোম্পানীগঞ্জ নোয়াখালী
৮ ডিসেম্বর’১৯ রোজ রবিবার বাংলাদেশ মুজাহিদ কমিটি নোয়াখালী (দক্ষিণ) জেলার উদ্যোগে ঐতিহাসিক চরমোনাই মাহফিলের নমুনায় কোম্পানীগঞ্জ উপজেলায় সরকারি মুজিব কলেজ মাঠে ৭, ৮ ও ৯ ডিসেম্বরের ৩ দিন ব্যাপী মাহফিলের দ্বীতিয় দিনের প্রধান অতিথি হিসেবে বয়ান করেন নায়েবে আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

উক্ত মাহফিলে আরো বয়ান পেশ করেন পীর সাহেব চরমোনাই (রহ.) খলিফা আলহাজ্ব মাওঃ আব্দুল আউয়াল, নোয়াখালী জামেয়া ওসমানিয়া চাটখিল মাদ্রাসা শিক্ষা সচিব মাওলানা মুফতী মুহাম্মদ আছেম, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড প্রশিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক,ঢাকা জামেয়া সিরাজিয়া দারুল ইসলাহ প্রধান মুফতি মুফতি মুহা. রবিউল ইসলামসহ প্রমূখ ওলামায়ে একরামবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post