আব্দুল কাদের মির্জারা হাজার বছরে ১ বার জন্মায়:হাসান ইমাম রাসেল
বসুরহাট পৌরসভায় অনেক মেয়র ছিলেন,অনেকে থাকবেন কিন্তু আব্দুল কাদের মির্জার মত আরেকজন হয়তো হাজার বছরেও পাবেনা পৌরবাসি!
কোম্পানীগঞ্জের প্রনকেন্দ্র বসুরহাটকে নকলমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত, জুয়ামুক্ত ও দখলমুক্ত করনে তার ভুমিকা প্রশংসনীয়। দুএকজন দখলবাজ ও খারাপ লোক ছাড়া দলমত নির্বিশেষে সকলে তার উদ্যেগের প্রশংসায় পঞ্চমুখ। তার এসব মহতি কাজে সবসময় তাকে উৎসাহ জোগানো সকলের দায়িত্ব বলে আমি মনে করি। আর যারা সহযোগিতা করতে পারবেননা তারা অন্তত চুপ থাইকেন,তার কাজের অন্তরায় হওয়ার চেষ্টা করবেননা। কারন ভয় পাওয়া বা পিছপা হওয়ার লোক তিনি নয়। জনগনের স্বার্থে একবার যেটা মাথায় নেন সেটা তিনি করেই ছাড়েন। তাই আসুন সকল ভালো কাজে,মহতি কাজে মেয়রের পাশে দাঁড়িয়ে তার কর্মের গতি বাড়িয়ে দিই। একটি যানঝট মুক্ত পরিচ্ছন্ন পৌরসভা পাই।
বসুরহাট পৌরসভায় অনেক মেয়র ছিলেন,অনেকে থাকবেন কিন্তু আব্দুল কাদের মির্জার মত আরেকজন হয়তো হাজার বছরেও পাবেনা পৌরবাসি!
কোম্পানীগঞ্জের প্রনকেন্দ্র বসুরহাটকে নকলমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত, জুয়ামুক্ত ও দখলমুক্ত করনে তার ভুমিকা প্রশংসনীয়। দুএকজন দখলবাজ ও খারাপ লোক ছাড়া দলমত নির্বিশেষে সকলে তার উদ্যেগের প্রশংসায় পঞ্চমুখ। তার এসব মহতি কাজে সবসময় তাকে উৎসাহ জোগানো সকলের দায়িত্ব বলে আমি মনে করি। আর যারা সহযোগিতা করতে পারবেননা তারা অন্তত চুপ থাইকেন,তার কাজের অন্তরায় হওয়ার চেষ্টা করবেননা। কারন ভয় পাওয়া বা পিছপা হওয়ার লোক তিনি নয়। জনগনের স্বার্থে একবার যেটা মাথায় নেন সেটা তিনি করেই ছাড়েন। তাই আসুন সকল ভালো কাজে,মহতি কাজে মেয়রের পাশে দাঁড়িয়ে তার কর্মের গতি বাড়িয়ে দিই। একটি যানঝট মুক্ত পরিচ্ছন্ন পৌরসভা পাই।
