কোম্পানীগঞ্জে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কোম্পানীগঞ্জে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইমাম হোসেন খাঁন :কোম্পানীগঞ্জ নোয়াখালীর
দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় সরকারী মুজিব কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য
অর্পণ এবং দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কার্যক্রমের সূচনা করে। পরে সরকারি মুজিব কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রুপালী চত্তরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে রুপালী চত্তরে কেক কেটে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্নার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নজরুল ইসলাম ফয়সল’র সঞ্চালনায় আলোচনা বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাদের মির্জা,
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নুরে মাওলা রাজু, সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ, পৌর ছাত্রলীগের সভাপতি আবদুল আউয়াল মানিক, সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয় সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post