নোয়াখালীর ডেল্টা জুট মিলের শেয়ার ইস্যুতে রিট
বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর চৌমুহনীতে অবস্থিত ডেল্টা জুট মিলের শেয়ার হস্তান্তরে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট আবেদন করেছে মিলের শেয়ারধারী হুসেইন ইব্রাহীম।
তিনি মিলের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম আব্দুর রবের ছেলে, আবেদনে হুসেইন ইব্রাহীম বলেন, তিনি দুবার মিলটির শেয়ার কেনার আগ্রহ দেখিয়ে মিলের ব্যাবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু সাবেক ব্যাবস্থাপনা পরিচালক চিঠির জবাব না দিয়ে এবং কোম্পানীর শর্ত লংঘন করে অধিকাংশ শেয়ার মিলের বাইরের লোকদের কাছে হস্তান্তর করেন, যা অবৈধ বলে রিট আবেদনে উল্লেখ করা হয়।
এবিষয়ে হুসেইন ইব্রাহীম উকিল নোটিশ দিয়ে প্রতিকার না পেয়ে সংক্ষুব্ধ হয়ে রিট আবেদন করেন। বিচারপতি জে মোহাম্মদ ও বিচারপতি খুরশিদ আলম সরকারের বেঞ্চে গত ৯ ডিসেম্বর হুসেইন ইব্রাহীম বনাম ডেল্টা জুট মিল মামলাটি আমলে নেন।
বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর চৌমুহনীতে অবস্থিত ডেল্টা জুট মিলের শেয়ার হস্তান্তরে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট আবেদন করেছে মিলের শেয়ারধারী হুসেইন ইব্রাহীম।
তিনি মিলের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম আব্দুর রবের ছেলে, আবেদনে হুসেইন ইব্রাহীম বলেন, তিনি দুবার মিলটির শেয়ার কেনার আগ্রহ দেখিয়ে মিলের ব্যাবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু সাবেক ব্যাবস্থাপনা পরিচালক চিঠির জবাব না দিয়ে এবং কোম্পানীর শর্ত লংঘন করে অধিকাংশ শেয়ার মিলের বাইরের লোকদের কাছে হস্তান্তর করেন, যা অবৈধ বলে রিট আবেদনে উল্লেখ করা হয়।
এবিষয়ে হুসেইন ইব্রাহীম উকিল নোটিশ দিয়ে প্রতিকার না পেয়ে সংক্ষুব্ধ হয়ে রিট আবেদন করেন। বিচারপতি জে মোহাম্মদ ও বিচারপতি খুরশিদ আলম সরকারের বেঞ্চে গত ৯ ডিসেম্বর হুসেইন ইব্রাহীম বনাম ডেল্টা জুট মিল মামলাটি আমলে নেন।
