ফেনীর ওলামা বাজার মাদ্রাসায় কুয়াকাটা হুজুরের মাহফিলে জনসমুদ্র,

ফেনীর ওলামা বাজার মাদ্রাসায় কুয়াকাটা হুজুরের মাহফিলে জনসমুদ্র,



৩১জানুয়ারী'২০২০ রোজ শুক্রবার ফেনীর সোনাগাজীতে ওলামা বাজার সংলগ্নে বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসার ৬৩ তম দস্তারবন্দী মহা সম্মেলনে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রানের স্পন্দন জনপ্রিয় নন্দিত ওয়ায়েজ আল্লামা হাফিজুর রহমান ছিদ্দীকি (কুয়াকাটা) হুজুরের মাহফিল জনসমুদ্রে পরিনত হয়েছে।


বিকেল থেকেই দূর দূরান্ত থেকে কুয়াকাটা হুজুরের হাজার হাজার ভক্ত আশ পাশের বিভিন্ন  অঞ্চল থেকে শ্রোতের নেয় আসতে শুরু করে,সন্ধা ঘনিয়ে আসতেই মাঠ কানায় কানায় ভরে উঠে মানুষের  জনসমুদ্রে পরিনত হয়,অনেকেই আগের রাতেই এসে উপস্থিত হয়ে মাঠে অবস্থান নেয়।

কুয়াকাটা হুজুর বলেন ইসলামের একটা অংশ মারেফাত যা কোরআন হাদিস দ্বারা প্রমানিত,
অথচ এই বিষয়ে তেমন কোনো আলোচনাই হয়না মাহফিল গুলোতে,মারেফাতের আলোচনা না হওয়াতে সাধারণ পাবলিক মারেফাতের ছোট খাটো বিষয় গুলো কে নিয়ে ব্যঙ্গ্য করে এবং আলেমদেরকে গালি দেয়।
তিনি আরো বলেন দোষ আমাদের, কারন আমরা সাধারণ ধর্মপ্রান মুসলিমদের মারেফাতের কিছুই বুঝাতেও পারিনি শিখাতেও পারিনি, তিনি বলেন কিছু ইউটিইউব বক্তা মারেফাতের জ্ঞানের অভাবে স্টেইজে বসে অন্ন আলেমদের বিরুদ্ধে উস্কানি মুলক কথা বলে এই কারনেই সাধারণ মানুষ সুযোগ পেয়ে আলেমদের গালিদেয়।

তিন দিন ব্যাপী দস্তারবন্দী মহা সম্মেলনের শেষ দিনের আলোচনায় বাদ আসর নসিহত পেশ করেন লক্ষ কোটি আলেমের উস্তাদ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা আহমদ শফি দাঃ আঃ,এছাড়াও আরো বহু ওলামায়েকেরাম নসিহত পেশ করেন।

Post a Comment

Previous Post Next Post