সাংবাদিক রাসেলের উত্থানের নেপথ্যে যে ছবি

সাংবাদিক রাসেলের উত্থানের নেপথ্যে যে ছবি




ইমাম হোসেন খাঁন :কোম্পানীগঞ্জ নোয়াখালী
যে ছবির রহস্য অনেকের অজানা,সে ছবির কারনে সাংবাদিক হাসান ইমাম রাসেলের উথ্যান। অামরা অনেকেই ছবিটির বিষয়ে যা জানি তা কতটুকু সঠিক? আসুন জেনে নিই।

সময়টা তখন ২০১৪ সালের জানুয়ারি মাস। ৬ বছর আগের ঘটনা তৎকালীন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুরুজ্জামানের নেতৃত্বে কোম্পানীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে যখন যৌথবাহিনীর অভিযানের নামে তান্ডব চালানো হয়,তখন এই যৌথবাহিনীর বিরুদ্ধে কথা বলার সাহস করেনি কেউ। তখন কোম্পানীগঞ্জের অসংখ্য সাংবাদিকদের মধ্য এই হাসান ইমাম রাসেল তার লেখনীর মাধ্যমে প্রতিবাদ করেছিল।

কে জানতো সেই প্রতিবাদী লেখনী যে তার কাল হয়ে দাড়াবে? সময়টা ৭ জানুয়ারি ঠিক সন্ধা  ৭টা ৪০ মিনিটে সংবাদটি প্রকাশের ১০ মিনিট পর হাসান ইমাম রাসেল ভাই, শুভাষ দাদা ও আমি সহ আমরা কয়েক জন প্রেসক্লাবে কাজ করছিলাম, হঠাৎ করে দরজায় দেখতে পায় যৌথবাহিনীর একটা টিম। ৩০ সেকেন্ডের জন্য তারা প্রেসক্লাবের বিদ্যুৎতের মেইন সুইচ অফ করে আবার অন করে দিয়ে একজন বলেন- স্যার পায়ছি, হাতে তাদের একটি কাগজের প্যাকেট। অন্য জন বলে এই রাসেল কে? হাসান ইমাম রাসেল উত্তরে বলেন আমি রাসেল। সাথে সাথে তাকে হ্যান্ডকাফ লাগানো হয়।
আর প্রচার করা হয় সাংবাদিক হাসান ইমাম রাসেল কে মাদক সহ গ্রেপ্তার করা হয়।

যে মানুষটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছিল দেখেও সেই দিন কেউ কোন প্রতিবাদ করেনি।

অথচ আজ যদি তার লেখা কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিপক্ষে যায়,ঠিক তখনি সেই নির্লজ্জ ব্যক্তি গুলো তার গ্রেফতার হওয়া ছবি দিয়ে সোস্যাল মিডিয়ায় অপপ্রচার চালায়। যা অত্যান্ত দুঃখজনক এভাবে চলতে থাকলে আর কোনো সংবাদ কর্মী সাহস করে সত্য লিখবেনা। সাংবাদিক রাসেল নির্দোষ প্রমানিত হয়েছে। আস্তাকুঁড়ে গিয়েছে তৎকালীন ইউএনও।নিজের কাঁধে ৩ লক্ষ টাকা ঘুষের অভিযোগ নিয়ে সেদিন ইউএনও নিরুজ্জামান কোম্পানীগঞ্জ ছেড়েছিলো যা সকলের জানা।

তাই আসুন সৎ সাহসীদের সাহস যদি আমরা দিতে না পারি অন্তত অপপ্রচার থেকে বিরত থাকি...

ইমাম হোসেন খাঁন
 প্রেসক্লাব কোম্পানীগঞ্জ।

Post a Comment

Previous Post Next Post