৩য় বারের মতো মেম্বার প্রার্থী এনামুল হক হকসাব
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের পাঠানতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,চরপার্বতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, যুবলীগের সভাপতি ২ নং ওয়ার্ডের ২ বারের সফল মেম্বার এনামুল হক হকসাব,পুনরায় মেম্বার পদপ্রার্থী।
৩য় বাবরের মতো মেম্বার পদপ্রার্থী এনামুল হক হকসাব বলেন আমি বিগত বছর গুলোতে আমার এলাকার মানুষের মাঝে নিজেকে যে ভাবে বিলিয়ে দিয়েছি আগামীতে সেভাবে থাকবো। এলাকাতে কখনো শালিস বানিজ্য,অনিয়ম, দুনীতি করিনি,কাউকে করতেও দিনাই।