জম্মদিনে পথশিশুদের সাথে খাবার খেলেন মেয়র কাদের মির্জা


 জম্মদিনে পথশিশুদের সাথে খাবার খেলেন মেয়র কাদের মির্জা





ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি




বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই
নোয়াখালীর আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র
আবদুল কাদের মির্জা নিজের ৬২তম  জম্মদিনে ৩শত  পথশিশুদের সাথে বসে দুপুরের খাবার খেলেন এবং
১হাজার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।




বুধবার  দুপুর সাড়ে ১২টার সময় বসুরহাট
পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন এ সময় মেয়র আবদুল কাদের মির্জা পথশিশুদের সঙ্গে এক টেবিলে বসে দুপুরের খাবার খেলেন এবং সকালে এক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।







জানা যায়,মেয়র আবদুল কাদের মির্জা ১৯৫৯ সালের ১ ডিসেম্বর বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামে মাষ্টার মোশারেফ হোসেন ও ফজিলতের নিসা বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন।


কাদের মির্জা বসুরহাট পৌরসভার একবারের চেয়ারম্যান ও টানা তিনবারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।





Post a Comment

Previous Post Next Post