বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো কাদের মির্জার জম্মদিন


 বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো কাদের মির্জার জম্মদিন





ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি




বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই
নোয়াখালীর আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র
আবদুল কাদের মির্জা নিজের ৬২তম  জম্মদিনে ৩শত  পথশিশুদের সাথে বসে দুপুরের খাবার খেলেন এবং
১হাজার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়




বুধবার  সকালে নিজের ৬২তম জম্মদিনে
মরহুম মা বাবার করব জিয়াত
করে দিনটি শুরু করেন মেয়র আবদুল কাদের মির্জা।

সকাল ১০ টার সময় বসুরহাট পৌরসভাস্থ বটতলায়
১হাজার ছিন্নমূল অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

দুপুর সাড়ে ১২ টার সময় বসুরহাট পৌরসভা মিলনায়তনে ৩শত পথশিশুদের সঙ্গে এক টেবিলে বসে দুপুরের খাবার খেলেন মেয়র আবদুল কাদের মির্জা।




বাদ মাগরিবে বসুরহাট বাজারস্থ বঙ্গবন্ধু চত্তরে বিশাল পরিসরে কেক কাঁটার আয়োজন করা হয়, এতে মেয়র আবদুল কাদের মির্জার পরিবারের সদস্য বৃন্দ,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মি বৃন্দ উপস্থিত ছিলেন। 

Post a Comment

Previous Post Next Post