চর হাজারীতে আবু ছায়েদ জাহান ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ


 চর হাজারীতে আবু ছায়েদ জাহান ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ






ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি






নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর হাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবু ছায়েদের স্মৃতি জাগরত রাখার পাশাপাশি এলাকার মানুষদের অন্ন,বস্ত্র,বাসস্থান,শিক্ষা,চিকিৎসা ও সভ্যতায় সজিব করে তোলার লক্ষ্যে তাঁরই সুযোগ্য সন্তান আমেরিকান প্রবাসী এ,এস,এম মাঈন উদ্দিন পিন্টু স্থানীয় সুধী জনদের নিয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন আবু ছায়েদ জাহান ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশন অত্র এলাকার মানুষের মৌলিক অধিকার ও সমাজসেবার ক্ষেত্রে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায়
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবু ছায়েদ জাহান ফাউন্ডেশনের আয়োজনে এবং চর হাজারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী,চর হাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আবু মাঝির হাট এ সাঈদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এ জেড এম মহি উদ্দিন সোহাগের সার্বিক সহযোগীতায় শীত বস্ত্র (কম্বল)বিতরণ করা হয়।




শনিবার বিকার ৩ টার সময় উপজেলার চর হাজারী ইউনিয়নের চর হাজারী জগন্নাথ সরকারী প্রাথমিক   বিদ্যালয় মাঠে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ এস এম রফিক খাঁনের সভাপতিত্বে
ও চর হাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: হুমায়ুন কবির শাহাজাদার সঞ্চালনায় অনুষ্ঠিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।



বিশেষ অতিথি ছিলেন আমেরিকান প্রবাসী জয়নাল আবেদীন হাজারী,আবদুল মালেক খাঁন।


উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ,হাজারী হাট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সুলতান আহম্মদ চৌধুরী বাবুল,হাজারী হাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ  মাওঃমুহাম্মদ উল্ল্যাহ,উপজেলা আওয়ামী লীগের,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল্যাহ আল মামুন, সদস্য শাহ আবদুল আজিজ,আইয়ুব আলী চৌধুরী,চরপার্বতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি এনামুল হক হকসাব,বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম চৌধুরী শিমুল,চর হাজারী আওয়ামী লীগ নেতা আবদুল হালিম,চর হাজারী ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন চৌধুরী রুমন,সাধারণ সম্পাদক হাসান আলী রাজু প্রমূখ।


Post a Comment

Previous Post Next Post